Home » Education » এইচ এস সি রেজাল্ট ২০২৩: রেজাল্ট ১১-১২ ফেব্রুয়ারির মধ্যে

এইচ এস সি রেজাল্ট ২০২৩: রেজাল্ট ১১-১২ ফেব্রুয়ারির মধ্যে

এইচএসসি-সমমান পরীক্ষা-২০২২ এর রেজাল্ট আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হতে পারে। সকল বোর্ডের ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ প্রস্তাব পাঠানো হয়েছে। জানা যায়, প্রধানমন্ত্রী যেদিন রেজাল্ট প্রকাশের সম্মতি দেবেন সেদিনই প্রকাশ করা হবে।

HSC Result 2023

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে থেকে জানা গেছে, ২০২২ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে রেজাল্ট প্রকাশের জন্য অবশিষ্ট কাজ শুরু করা হয়েছে। পরীক্ষার সময় অনুযায়ি আগামী ১১ ফেব্রুয়ারি পরীক্ষার ৬০ দিন পূর্ণ হবে। তবে ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় এ রেজাল্ট আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যে প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

Shankar Das, Founder and CEO of Ogro News. He primarily covers breaking news on various topics including Education, Exam Results, Sports, and Entertainment. He has 7 years of experience covering Education News to bring you the latest updates. You can follow Shankar on Twitter at @shankarcd or on Facebook and read his full bio over here.

Leave a Comment