Pohela Falgun 2022 SMS, Pic, Wishes, Status, Images: Pohela Falgun is the Bengali festival which is also called the Bosonto Festival. Every year Pohela Falgun is celebrated across Bangladesh and a few states of India to Mark the arrival of the spring season. The festival falls on February 14 every year which is the 1st day of Bengali month Falgun and the first day of the spring season.
Pohela Falgun, the first day of Falgun is celebrated across the country and people wish their friends and loved ones by Pohela Falgun/Bosonto SMS, Pic, Wishes, Status, Images. In the meantime, if you also looking for the best SMS, Wishes, Images, Wallpaper, here you will get a lot of wishes.
Pohela Falgun 2022
Every year a special festival is celebrated in Bangladesh to welcome the Spring season. The spring festival has been celebrated since ancient times in the Bengali region. Also, the festival is mentioned in Hindu mythology and folklore.
So, on this Pohela Falgun, here are some best and most unique greetings and wishes that you can send to your loved ones spreading joy and positivity.
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময় ।
- ফাগুন হাওয়ায় মেতেছে পুরো প্রকৃতি। রঙিন ফুলে ফুলে ছড়িয়ে পড়েছে সুবাস। এই সুবাসিত ফাগুনের প্রথম সকালে তোমাকে জানাই অজস্র রঙিন ফুলের সুবাসিত শুভেচ্ছা। আলোক ঝলমলে এই দিন মন মেতে ওঠে অজানা আবেশে। ফুলের গন্ধ ব্যাকুল করে কবি হৃদয়।প্রিয়তমা চেয়ে দেখো প্রকৃতি, ফাগুন কত ভালবাসার পসরা বয়ে নিয়ে এসেছে নিজের সাথে চলো বরণ করে নেই অজস্র ভালবাসায়।
- প্রিয়া আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও বাভবাসা নাও। দেখো প্রকৃতি পুরনো সব জরা ও দুঃখ দুরে ঠেলে কেমন সুন্দর করে নিজেকে সাজিয়েছে। প্রকুতি মেয়ের খোপায় শোভা পাচ্ছে রক্তিম পলাশ ফুল। দেখো পারিখা আজ কত আনন্দ ধ্বনি করছে, কারণ পৃথিবীতে আগমন ঘটেছে ফাগুনের। চলো আমরাও আজ শপথ করি নতুন দিনের মত নিজের সব দুঃখ, কষ্ট পেছনে ফেলে সাজিয়ে নেই নিজেদের মনকে প্রকৃতির মত।
- দেখো বসন্ত এসে গেছে। ফাগুনের দখিনা বাতাসে মন প্রাণ যেন মাতাল হয়ে উঠেছে। প্রকৃতির সাথে মানব মনের যে গভীর সম্পর্ক তা সত্যি অতুলনীয় ও পবিত্র। প্রকৃতি মানব মনকে শান্ত করতে পারে। আনন্দে ভরিয়ে দিতে পারে চারপাশ।চলো আজ সবাই মিলে বসন্তের উৎসবে মেতে উঠি। শীতের জরাজীর্ণ প্রকৃতিকে বিদায় জানিয়ে রঙিন পৃথিবীকে বরণ করে নেই। অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য পহেলা ফাল্গুনের।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।
For Latest News Updates, Please Follow OgroNews.Com on Google News Channel