Home » Education News » দাখিল রুটিন ২০২১ প্রকাশিত, স্বাস্থ্যবিধি মেনে ১৪ নভেম্বর পরীক্ষা শুরু

দাখিল রুটিন ২০২১ প্রকাশিত, স্বাস্থ্যবিধি মেনে ১৪ নভেম্বর পরীক্ষা শুরু

দাখিল রুটিন ২০২১ প্রকাশিত, স্বাস্থ্যবিধি মেনে ১৪ নভেম্বর পরীক্ষা শুরু। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ২৩ সেপ্টেম্বরে প্রকাশ করেছে ২০২১ সালের এস.এস.সি দাখিল পরীক্ষা। সব ঠিক ঠাক থাকলে পরীক্ষা নির্ধারিত দিনেই শুরু হবে। পরীক্ষার্থীরা খব সহজেই পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডর নোটিশ মতে, দেশের সকল মাদ্রাসার শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে ১৪ নভেম্বর। যেখানে গত বছর ফেব্রুয়ারী মাসে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। করোনা ভাইরাস জনিত কারনে দেরিতে শুরু হতে যাচ্ছে এই বছরের দাখিল পরীক্ষা। তাই দেরি না করে দেখে নিন দাখিল রুটিন 2021.

দাখিল রুটিন ২০২১

রুটিন মতে, বিকাল ২টা শুরু হবে পরীক্ষা এবং চলবে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের আগে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হব। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে।

রুটিনে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবশে করে আসন গ্রহন করতে হবে। চলুন, দেখে নিন দাখিল পরীক্ষার রুটিন ২০২১।

For Latest News Updates, Please Follow OgroNews.Com on Google News Channel

Edu Desk is the expert team of Ogro News that brings you the latest Education News like Exam Date, Admission, Exam Suggestion, and Results. They have 7 years of experience in this sector. From Primary to BCS, all updates you can read from here. Follow them on Facebook, and Twitter @ogronewsbd

Leave a Comment