Home » Festivals » দূর্গা পূজার সময়সূচী ২০২১: কবে শুরু হবে পূজা? সঠিক সময়সূচি দেখুন

দূর্গা পূজার সময়সূচী ২০২১: কবে শুরু হবে পূজা? সঠিক সময়সূচি দেখুন

দূর্গা পূজার সময়সূচী ২০২১: কবে শুরু হবে পূজা? সঠিক সময়সূচি দেখুন। আপনারা হয়তো অনেকেই জানেন, দূর্গা পূজার আর বেশি দেরি নেই। করোনার এই মহামারির সময়েও এবারেও ভারত ও বাংলাদেশে হবে দূর্গা পূজা। অনেকেই হয়তো ইতিমধ্যে গুগোল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে খুঁজতে শুরু করেছেন দূর্গা পূজার ২০২১ এর সঠিক সময়সূচির জন্য।

দূর্গা পূজার সময়সূচী ২০২১

নমষ্কার বন্ধুরা। আমি মিঠুন দাস! আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও পরম করুনাময় প্রভুর কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করো দূর্গা পূজার সময়সূচী ২০২১। যেটি জানার জন্য আপনি হয়তো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেছেন। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সঠিক সময়সূচি।

দূর্গা পূজার সময়সূচী ২০২১

প্রতিবছর আশ্বিন মাসে দূর্গা পূজা হয়ে থাকে। চলতি বছরে দূর্গা পূজা শুরু হবে ১১ অক্টোবর ২০২১। অর্থাৎ, এবছর মায়ের পূজা ১১ অক্টোবর শুভ সষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। দেখে নিন সম্পূর্ন সময়সূচি।

  • পূজা শুরুর তারিখঃ ১১ অক্টোবর ২০২১
  • মহা সপ্তমীঃ ১২ অক্টোবর ২০২১
  • অষ্টমীঃ ১৩ অক্টোবর ২০২১
  • মহা নবমীঃ ১৪ অক্টোবর ২০২১
  • বিজয়া দশমীঃ ১৫ অক্টোবর ২০২১

এই ছিলো দূর্গা পূজার সময়সূচী ২০২১! আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা এখানেই শেষ করছি। পোষ্ট টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ!

For Latest News Updates, Please Follow OgroNews.Com on Google News Channel

Leave a Comment